Friday, October 23, 2009

Lifetime free flights for baby born on plane


KUALA LUMPUR (AFP) – A baby boy who made a surprise arrival on board an AirAsia flight this week will be given free flights for life with the budget carrier, as will his mother, the airline said Friday.
AirAsia said 31-year-old passenger Liew Siaw Hsia went into labour on Wednesday's flight from the northern island of Penang to Kuching on Borneo island.
The aircraft made an emergency diversion to the Malaysian capital but the baby arrived just before landing, delivered by a doctor who was on board and who was assisted by the airline's flight attendants.
"The baby was safely delivered when flight AK 6506 was approaching Kuala Lumpur for landing at 2,000 feet," the airline said in a statement, adding that mother and baby were taken to a nearby hospital following touchdown.
"To celebrate this momentous occasion, we decided to present both mother and child with free flights for life," said AirAsia's director of operations Moses Devanayagam after visiting them in hospital.

Sunday, October 4, 2009

দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ

ঘরে বসে কীভাবে সারা বিশ্বকে লাইভ দেখা সম্ভব? আজকের পৃথিবীতে অনেক কিছুই এসে গেছে ইন্টারনেটের দুনিয়াতে। ব্যক্তিগত ওয়েবক্যাম ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে বাইরে বা বিভিন্ন ভবনে ওয়েবক্যাম বসিয়ে সেগুলো অনলাইনে দেয়া আছে। ইন্টারনেটের মধ্য দিয়ে যেকোনো সময়ই সেগুলো দেখতে পারেন, পৃথিবীর বিভিন্ন স্থানে কী ঘটছে, তা দেখতে পারবেন।

তা এসব ওয়েবক্যাম খুঁজে পাবেন কীভাবে? অনেক ক্ষেত্রেই ট্রাফিক ক্যামেরা, বা বিভিন্ন সার্ভিলেন্স ক্যামেরাগুলো সরাসরি কোনো সাইটে লিংক দেয়া থাকে না। কিন্তু গুগল ব্যবহার করে এই ওয়েবক্যামগুলোকে খুঁজে পেতে পারেন খুব সহজেই। ক্যামেরার মালিকরা সরাসরি লিংক না দিলেও ক্যামেরার কিছু বিশেষ কী-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করলেই ক্যামেরাগুলোর পাতায় যাওয়া যায়।

যেমন, আক্সিস ব্র্যান্ডের ক্যামেরা পেতে হলে সার্চ করুন
inurl:view/index.shtml

রেজাল্ট পাতায় অনেক লিংক পাবেন, সেগুলোতে ক্লিক করলে এই রকমের পাবলিক ওয়েবক্যামগুলো দেখতে পাবেন।

একটা উদাহরণঃ Click This Link

এটা ইউনিভার্সিটি অফ ওমাহা'র একটি ট্রাফিক ক্যামেরার ছবি। রাস্তা দিয়ে যা গাড়ি আসা যাওয়া করছে, লাইভ দেখতে পাবেন।


অবশ্য সার্চ টার্চ করতে না চাইলে এক জায়গাতেই সবগুলো ক্যামেরা পাবেন, ওপেনটোপিয়া নামের সাইটে গেলে এরকম অনেক ক্যামেরার লিংক দেয়া আছে।

যেমনঃ
স্লোভেনিয়ার একটি রাস্তা

ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি রাস্তা

ফ্রান্সের একটি প্রাসাদ

রাশিয়ার একটি রাস্তা
--

আর অনেক ক্যামেরা আপনি নিয়ন্ত্রনও করতে পারবেন, যেমন ডানে বামে ঘোরানো, জুম করা এরকম। উপরের গুলোতে এরকম সুযোগ নেই, তবে সনির অনেক ক্যামেরাতে এই সুবিধা আছে। সনির এই ক্যামেরা পেতে হলে গুগলে সার্চ করুন inurl:home/homeS.html দিয়ে। তাহলে পাবেন এরকম ক্যামেরার লিংক - ক্যামেরার পাতায় কন্ট্রোল করার ব্যবস্থা আছে। এরকম একটা ক্যামেরা হলো -

ফিনল্যান্ডের একটি বন্দরের জেটি

(কিছু আক্সিস ব্র্যান্ডের ক্যামেরাকেও কন্ট্রোল করা যায়, যেমন
ইংল্যান্ডের একটি রাস্তার ক্যামেরা )

---

সবশেষে দেখুন, আমার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ভবনের ক্যামেরা । এটা ছাড়াও পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ক্যামেরা দেখতে তো নিয়ন্ত্রণ করতে পারবেন। (অবশ্য বাংলাদেশের দিনের বেলাতে দেখে লাভ নেই, কারণ এখানে তখন রাতের অন্ধকার, বাংলাদেশের রাতের বেলাতে চেষ্টা করে দেখবেন, ঝলমলে কম্পিউটার বিজ্ঞান ভবনটি দেখতে পাবেন)।

How to process a credit card | Do You Need Credit Card Processing Services?

Do You Need Credit Card Processing Services? by Shane Penrod

Are your customers asking for credit card processing services? If so, you may want to consider adding this service to your company�s Website in order to provide convenient payment methods that will bring back repeat business. Many companies today are moving more toward e-commerce, which means that if you want to avoid getting left behind, you should get ready to join the throng of professionals who are marching into the electronic age of doing business.

Although you may have relied on cash transactions up to now, you might find that is becoming more cumbersome to make correct change, accept checks that could bounce, and track delinquent payments, all while keeping track of each and every transaction. Farming out some of these tasks to hired help can be costly, which is why you may be able to benefit from credit card processing services. If you conduct business onsite at a primary facility, you can plug in a credit card processor and start taking credit payments immediately, which are far less likely to bounce than personal checks.

But you will first have to open a merchant account before establishing credit card processing services. Look for a longstanding bank with a solid reputation, one who currently offers merchant accounts to dependable business owners like you. Then be prepared to provide the required documentation that shows a stable credit history and a reasonable business plan that depends on credit card processing services. Upon approval, which can come within a few days, you will be able to purchase or rent credit card processing equipment and start accepting credit payments from your customers.

Credit card processing services can be established at your company�s Website. You do have a Website, don�t you? If not, that is the second important step into the 21st century that your company needs to take. Hire a Web designer or sketch a few ideas yourself. It need not be fancy or sophisticated, but rather a basic outline of your company�s services or products along with basic operating information. Then you will need to register a domain name for a small fee and then pay monthly �rental� fees to post your site in cyberspace. Hiring a designer or someone to maintain and update your site will cost a little more, although often you can find a high school or college student who can do this type of work at nominal cost. When your site is up and running and your merchant account is approved, you are ready to open the Website doors to current and new customers for business. They can browse at their convenience and pay by credit card without human assistance at each juncture. You can make money and save money at the same time.

If your company is growing, your customers are asking about credit payments, or you want to move forward with your business plan, give some thought to opening a merchant account, setting up an attractive Website, and adding the convenient, customer service option of credit card processing services.

Shane Penrod is the founder of Merchant-Acount-Quotes.com Specializing in allowing merchants the ability to shop and compare multiple quotes from national merchant account providers. For free quotes on merchant account rates and fees, please go to http://www.merchant-account-quotes.com

Article Source: Do You Need Credit Card Processing Services?

..::collected::..

Saturday, October 3, 2009

হাসিনার সামনে ২টি পথঃযুদ্ধাপরাধীদের বিচার করা,না হয় নিজেকে বিচারের সামনে দাঁড় করানো

আওয়ামীলীগ যখন বিরুধি দলে যায় তখন সবাইকে নিয়ে যায়,আর সরকারে গেলে একাই যায়.."
"হাসিনা'স টাং ইজ দ্যা ওরেস্ট এনিমি অফ আওয়ামীলীগ"

এই ২টি বাক্য স্মরণ করিয়ে দিয়ে শুভেচ্ছা জনতার বিজয়কে।
যুদ্ধাপরাধীদের বিপক্ষে আমাদের সংগ্রামের প্রথম ধাপ অতিক্রম করেছি মাত্র।মুজাহিদ মাত্র ১ হাজার ভোটের জন্য জামানত বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে রেহাই পেয়েছেন।পরাজিত হয়েছে অন্য সকল জামাত পন্থি যুদ্ধাপরাধি।হয়ত আমাদের ব্যার্থতার জন্যই সাকা চৌ এর মত যুদ্ধাপরাধী জয়ি হয়ে গেছে ১ আসনে।

কথা গুলি হয়ত অগোছালো মনে হচ্ছে।
এখন ধাপে ধাপে আসছি।
যুদ্ধাপরাধীদের বিচারঃ
যুদ্ধাপরাধীদের বিপক্ষে আমাদের সংগ্রাম কে আওয়ামীলীগের প্রাচারনা বলে অনেকেই চালাতে চেয়েছেন।এটা মানি এই প্রচারণার ফসল আওয়ামীলীগের ঘরেই গেছে।আওয়ামীলীগের একটা কথা মনে রাখতে হবে,তরুন প্রজন্ম যারা এই যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যাশা করে নৌকাতে হাওয়া দিয়েছে তাদের সেই প্রত্যাশা পুর্ণ না করলে সামনের নির্বাচনে হাসিনাকেই কাঠ গড়াতে দাড়াতে হবে।
এটা যদি হাসিনা মনে করে এই ইস্যু বাঁচিইয়ে রাখলে প্রতিবার সুফল ভালো হবে তবে সেটা হবে ভবিষ্যতের ইতিহাসের সব চেয়ে বড় ভুল।
আমার প্রত্যাশা থাকবে এই ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না,বরং যে সকল দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সে সকল দেশের সাথে যোগাযোগ করে পদ্ধতি ঠিক করে তার পর সামনে আগানো উচিত।আইনের সকল ফাঁক বন্ধ করেই সামনে আগাতে হবে।তবে এই কাজ এখনি শুরু করে যেন আগামী ৫ বছরের মাঝে শেষ করা যায় সেই কর্ম পন্থা ঠিক করতে হবে।


মন্ত্রীপরিষদঃ জানি এখনো আমরা সেই পর্যায়ে পৌছায় নাই যে সোনিয়া গান্ধির মত প্রধাণ মন্ত্রীত্ব ছেড়ে কেবল দলীয় প্রধানের ভুমিকা পালন করার মত নজির এদেশে আমরা দেখতে পাব।তার পরেও প্রত্যাশা থাকবে শেখ পরিবারের কাওকে যেন মন্ত্রীত্ব প্রদান না করেন হাসিনা।কারন ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারলে পরিণতি কি হবে তা ইতিহাস থেকেই জানা যায়।
আর এবার কয়েক ডজনের বেশি যোগ্য সাংসদ নির্বাচিত হয়েছেন যারা মন্ত্রী পরিষদ গঠনের জন্য যথেষ্ট।এই মন্ত্রী পরিষদ কতটা দক্ষতার সাথে গঠন করতে পারল সেটাই প্রথম চেল্যাঞ্জ।

এই পর্যন্ত যেখানেই এমন এক পেশে বিজয় হয়েছে তার ফলাফল কিন্তু করুন হয়েছে,এর একটাই কারন।ক্ষমতার ব্যাল্যান্স হারায়ি ফেলা।তাই এই বিজয় কে প্রকৃত জনতার বিজয় করার জন্য আওয়ামীলীগ কে প্রথম থেকেই সাবধান থাকতে হবে।হাসিনাকে মনে রাখতে হবে বঙ্গবন্ধু যা সমাপ্ত করে যেতে পারেনি তা সম্পুর্ণ করার শেষ সুযোগ উনার হাতে।

২০০৮ সালের শেষ দিনে সমগ্র জাতির মত একই প্রত্যাশা,২০০৯ সালে একটি সুন্দর বাংলাদেশ দেখতেচাই,যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সমাধানের কাজ শুরু হয়ে যাবে।গরিব মানুষ গুলি সত্যিকার অর্থেই স্বাধীনতার অর্থ খুঁজে পাবে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~

IP মানে ইন্টারনেট প্রটোকল,এটি একটি উনিক নাম্বার ,যা ইন্টারনেট ব্যাবহারকারির স্বতন্ত্র পরিচয় প্রদান করে।এটা নিয়ে কম বেশি সবাই আমারা জানি।
ইন্টারনেটের অপব্যাবহার কারীকে খুজে পেতে এই IP ব্যবহার করা হয়।
তাছাড়া নানা সামাজিক সাইট গুলোতে ইউজারদের এই IP ব্যান করে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
এই IP দিয়ে আপনি নিজেও যে কারো অবস্থান খুজে বের করতে পারবেন।
whatismyipaddress.com
এই সাইটে আপনি whats my ip এই লিঙ্কে কাংখিত ip লিখে তার জিওগ্রফিকাল অবস্থান বেড় করতে পারবেন।পারবেন নিজের টাও।


***
অন্যের IP বের করে তাকেও খুজে পেতে পারেন!!
ধরুন আপনাকে কেও EMAIL করল,তো সব ইমেইলে হেডার নামে একটা অংশ,তা copy করে trace email লিংক ব্যবহার করে খুজে পেতে পারেন ইমেইল কারীকে!!


****
কোন সাইট আপনাকে ব্যান করে দিলে তাও থামাতে পারেন!!!!IP সহ ব্যান করে দিলে IP বদলেও নিতে পারেন!!!!change my ip!!
বিস্তারিত এখানে বলে ব্লগ বড় করলাম না।


ip নিয়ে যত সব তার সবই পাবেন এইখানে।আশা করি সবার কাজে আসবে।
তবে দয়া করে IP এর অপব্যবহার করবেন না।কারন নিয়ন্ত্রের এটাই শেষ উপায় না কিন্তু!

How to Install SCIM UNIJOY for BANGLA in UBUNTU || যেভাবে SCIM UNIJOY BANGLA সেট আপ করতে হবে

How to Install SCIM UNIJOY:
****************************

Download the package from HERE

1. Double-Click on 'install.sh' file.

2. A pop-up message will prompt.

3. Click on "Run in Terminal" button.

4. Give your root password when it asks for.

5. Installation will be completed and terminal will be closed automatically.
*********************************************


6. Now Open your TERMINAL [ Application> Accessories> Terminal ]


write the command in terminal then press ENTER


sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch



7. A writing panel (Text Editor) will appear.

8. Now Copy these text


export XMODIFIERS="@im=SCIM"
export GTK_IM_MODULE="scim"
export XIM_PROGRAM="scim -d"
export QT_IM_MODULE="scim"


9. Paste these text into the text editor (Point 7)

10. save & exit



Then Log Off And Log On....


Now you are able to compose in bangla with UNIJOY keyboard.

CTRL + SPACE to change keyboard between BANGLA and ENGLISH


[ When you press CTRL + SPACE BAR, you will notice a POP UP Language Bar in RIGHT SIDE DOWN in your screen.

If you can't write BANGLA after pressing CTRL + SPACE, check that language bar, is it showing the language name BN-UNIJOY. If not click on that language name in the bar. You will see a list of languages. Select BANGLA > BN-UNIJOY.

Now your scim is now ready to let you write in bangla....

Happy Writing...


..::dustu.chele::..

×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××

মুল প্রকাশ আমার বাংলা ব্লগ


প্যাকেজ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে


যেভাবে SCIM UNIJOY BANGLA সেট আপ করতে হবে:

*********************************

প্যাকেজ টি ডাউনলোড করুন এখান থেকে।


0. ডাউনলোডকৃত ফাইল টাকে Unzip করুন।


1. 'install.sh' নামের ফাইলটিতে ডাবল ক্লিক করুন।



2. একটা বক্স আসবে।



3. সেটা থেকে "Run in Terminal" বাটনে ক্লিক করুন।



4. আপনার টার্মিনাল ওপেন হবে, পাসওয়ার্ড চাইলে আপনার পাসওয়ার্ড দিন।



5. Scim Language Package ইনস্টল শুরু হবে এবং ইনস্টল শেষে স্বয়ংক্রিয় ভাবে টার্মিনাল বন্ধ হয়ে যাবে।


*********************************************


6. এখন টার্মিনাল ওপেন করুন। [ Application> Accessories> Terminal ]

নিচের কমান্ড গুলো terminal এ টাইপ করুন, অথবা কপি করে টার্মিনালে পেস্ট করুন (টার্মিনালে কোন টেক্সট পেস্ট করার জন্য CTRL + SHIFT+ V চাপতে হয়)। তারপর ENTER চাপুন।


sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch



7. একটি প্যানেল (Text Editor) ওপেন হবে।

8. ওই প্যানেলে নিম্নোক্ত টেক্সট গুলি কপি করে নিয়ে সেখানে পেস্ট করুন। (CTRL + V )


export XMODIFIERS="@im=SCIM"
export GTK_IM_MODULE="scim"
export XIM_PROGRAM="scim -d"
export QT_IM_MODULE="scim"



9. text editor টিতে উপরোক্ত টেক্সট গুলি পেস্ট করুন।


10. সেভ করে বের হয়ে (close) আসুন।




লগ অফ (log off) করে আবার লগ অন (log on) করুন...


এখন আপনি যেকোন জায়গায় ইউনিজয় পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন।

CTRL + SPACE চেপে আপনি বাংলা এবং English এর মাঝে কী-বোর্ড পরিবর্তন করতে পারবেন।


[ CTRL + SPACE চাপলে আপনার স্ক্রিনের নিচের দিকে বাম কোণে একটা পপ-আপ ল্যাঙ্গুয়েজ বার দেখতে পাবেন।

যদি তাতেও বাংলা লেখা না যায় তবে দেখুন ল্যঙ্গুয়েজ বারটিতে ভাষার জায়গায় bn-unijoy লেখা দেখা যায় কিনা। যদি না থাকে তবে সেই বারটি তে ক্লিক করুন। একটা ভাষার তালিকা দেখা যাবে। সেখান থেকে BANGLA > BN-UNIJOY নির্বাচন করুন।

ব্যস আপনার স্কিম ইউনিজয় পদ্ধতিতে বাংলা লেখার জন্য প্রস্তুত....


Happy Writing...


প্যাকেজ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

Thursday, October 1, 2009

প্রথম আলো - সময়ের তারকা বাংলাদেশের ছোট পর্দায় সাম্প্রতিক যে পরিবর্তনের হাওয়া, এর অন্যতম রূপকার তিনি। ৫১বর্তী, সিক্সটি নাইন-এর মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা। ব্যাচেলর দিয়ে একই রকম আলোড়ন তুলেছেন চলচ্চিত্রজগতেও। সামনে আসছে আরেক ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সময়ের তারকা বিভাগে এবার হাজির... মোস্তফা সরয়ার ফারুকী

প্রথম আলো - সময়ের তারকা বাংলাদেশের ছোট পর্দায় সাম্প্রতিক যে পরিবর্তনের হাওয়া, এর অন্যতম রূপকার তিনি। ৫১বর্তী, সিক্সটি নাইন-এর মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা। ব্যাচেলর দিয়ে একই রকম আলোড়ন তুলেছেন চলচ্চিত্রজগতেও। সামনে আসছে আরেক ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সময়ের তারকা বিভাগে এবার হাজির... মোস্তফা সরয়ার ফারুকী

Posted using ShareThis